মাধব , না কহ আদরবাণী ,
      না কর প্রেমক নাম ।
জানয়ি মুঝকো অবলা সরলা
      ছলনা না কর শ্যাম ।
কপট , কাহ তুঁহু ঝূট বোলসি ,
      পীরিত করসি তু মোয় ?
ভালে ভালে হম অলপে চিহ্ননু ,
      না পতিয়াব রে তোয় ।
ছিদল তরীসম কপট প্রেম'পর
      ডারনু যব মনপ্রাণ ,
ডুবনু ডুবনু রে ঘোর সায়রে
      অব কুত নাহিক ত্রাণ ।
মাধব , কঠোর বাত হমারা
      মনে লাগল কি তোর ?
মাধব , কাহ তু মলিন করলি মুখ ,
      ক্ষমহ গো কুবচন মোর !
নিদয় বাত অব কবহুঁ ন বোলব ,
      তুঁহু মম প্রাণক প্রাণ ।
অতিশয় নির্মম ব্যথিনু হিয়া তব
      ছোড়য়ি কুবচনবাণ
মিটল মান অব — ভানু হাসতহি
      হেরই পীরিতলীলা ।
কভু অভিমানিনী , আদরিণী কভু
      পীরিতিসাগর বালা ।