যে বয়সে পারদে চুমু খেলে
আগুন অনায়াসে গড়িয়ে যায়
সে বয়স নিতান্তই প্রাধান্য আর নির্বাচনের
সরীসৃপ ভাল মন্দ, বিলাসী ফরমানে থাকে ঢাকা ।


এই বুঝি কেউ এসে মুখের ওপর কিছু
লজ্জা দেবে ছুড়ে, এই বয়সে নিষিদ্ধ একেবারেই নিষিদ্ধ ।
মানবিক পতাকার গুপ্ত সাম্রাজ্যে
উত্থান আর পতন এক বিস্তৃত উপন্যাস


সকল মুহূর্তে এই প্রদর্শিত বিজ্ঞাপনী জীবন
দেহের রং ঢেকে যায়, এক গুছ প্রেমের নষ্ট বিনোদন
নিয়ম চাই নিয়ম চাই করে, ফেরিওয়ালার মত আইন
বিক্রি হয়, সংসদের রমরমা ফন্দিখানায়।


চারদিকে পোশাক আর অস্ত্রের গারদে ঢাকা রাখেল পুলিশ
এই বয়সে আর চ্যালেঞ্জ ছুড়তে পারেনা, গুপ্ত বুলেট সব বাজেয়াপ্ত


কখন কোন বয়সে জানা গেলে, ভালমন্দের
ঘোরা রোগ উবে গেলে, মানবিক প্রেমগুলো নিষিদ্ধ হবে,
সে বয়সেই থেকে যেতাম বিলাসী রেস্তোরার রুমে
সব লজ্জা গুলো, সরীসৃপ লজ্জা গুলোর কোমল পারফিউমে।