হিম ঘরে শুয়ে আছে কিছু বেনামি কান্নার স্তূপ
গুদামে গুদামে বিদ্রূপের সময়ে চাপা কিছু দুখ
শুয়ে আছে, অপেক্ষায়, খোয়াইয়ের চাষ হবে
চাষ হবে বিশ্লেষণ এবং ভাবাতুরী বিনোদনের শবে


এই কালের মানুষ ছিল একদিন তবে আজ রংগুলো দেখ
পাল্টে গেছে, যেন কিছু রক্ত সাদা হবে জানাছিল নেই সন্দেহ
যেন এতে আশ্চর্য তেমন কিছুই নয়
হিম ঘরে চাষ হবে মানবিক ভয় ।