দেখে নিতে পারি যদি তালে, দেখে নিতে ক্ষতি কি
ঘুমানো দীর্ঘশ্বাসে কত স্বপ্ন মরে গেল বলে, আবারও
মানুষ হয়ে এই পথ, এই আরতি হীন মানবতার ফানুস
কেমনে বুকের ওপর ভার হয়ে থাকে দীর্ঘণীরবতায়


আমার ব্যর্থতার সমস্ত সংজ্ঞাগুলো এলোমেলো মেলে
হাতে যখন দিয়ে দিলে কিছু অভ্যন্তরীণ প্রশ্ন, ইমেল ঘেঁটে
কে কোথায় কত রাত নেমে গেলে, জড় হই, কত বুকে
ঘামতুলে, দুহাতে একটু তফাত খুঁজি, আমিও মানুষই তো


প্রেমে দাও প্রেমে নাও, আঁতুড় ঘর থেকে তুলেই এই আইন
তাকে শিখিয়ে শিখিয়ে আর আমার মত ব্যর্থ নাই বা করে দিলে ...
বুকের শব্দে এই আলো আর হাওয়ার কতগুলো সময় গড়ে নিক
নিয়ত প্রকাশে প্রকাশে সে দেবে ধরা এই মানবিক সম্মেলনে ... ঠিক।