চারিদিকে শুধু মেঘের ঘনঘটা
কালো অন্ধকার বেলা ডুবুডুবু,
সমাজের মানুষ পাপে হাবুডুবু,
মনুষ্যত্ব আজ অধরা যেন
বাঘের চক্ষু সমতুল্য


এমেঘ যেন আকাশের রং নয়,
ভয়ংকর রুপ তার,
বর্ষিলে বারি, হৃদয় হারি সবই হাহাকার,


আমি তো ডরি গর্জন ভরে
আকাশে মেঘের হুংকার
ভয়েতে গা শিহরিত হয়
দেখে প্রভাতের  ধুধু অন্ধকার,
সাঁজ মনে ভেবে দিনের আলোকে হেলায়
ভুলিওনা মেঘ ছেয়েছে আঁধার
কেবলই সকাল বেলায়।


তবে নেই কো তাদের হতাশা
যারা আঁধার কাটিয়ে
আলো করেছে প্রত্যাশা,
রাত্রি যতই গভীর হবে
সকাল ততই কাছে।


মেঘমালা যত গর্জন দিক
ছড়াক অন্ধকার,
একবার সে তো গলে যাবে ঠিকই
পরাজিত হবে সব গর্জন
দিক যতটাই হুঙকার।