আমি শুধু করছি সেবা স্বজন প্রতিবেশি,
বিনিময়ে অবহেলাই পাচ্ছি রাশি রাশি,
প্রয়োজনে সব কিছুতেই থাকি সবার পাশে,
আমার কোন প্রয়োজনে কেউনা কাছে আসে।
আমার দেওয়া পথ বয়ে সব চলছে দিবানিশি,
আমি নিজেই পথ হারায়ে চোখের জলে ভাসি।
সবার কষ্টে এগিয়ে যাও বিবেক কেঁদে কয়,
এমন কথা তখন কি আর আমার প্রাণে সয়?
আমায় শুধু চেনায় বিবেক কে আপন কে পর,
অন্যজনের বেলায় বিবেক বড়ই স্বার্থপর।
আমি শুধু মেনেই যাব বিবেক যেটা বলে,
বিনিময়ে সব কিছু মোর যাবে কি বিফলে?
এমন কথার উত্তর আমি পাইনি জীবন ভর,
বুঝলাম শুধু  আমার বিবেক বড়ই স্বার্থপর।


যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে তাড়ায় সদা মোরে,
সব কিছুতেই আমার ক্ষতি বলবো গিয়ে কারে।
আমার বিবেক আমার সাথে করছে ছলনা,
বিবেকের এই কান্ড দেখে ভাল লাগেনা।
এমন বিবেক চাইনা আমি যে হয় স্বার্থপর
বিবেক থাকবে অটল সদা আসলে বাধা ঝড়।
যে বিবেক নাই সবার মাঝে চাইনা আমি তারে
আমার বিবেক ঠকায় মোরে বুঝছি হারে হারে।
নিজের স্বার্থ ছেড়ে দিয়ে পরের স্বার্থ রাখি,
এতেই বড় হচ্ছে ক্ষতি বুঝলি কিরে সখি।
এই বিবেকের নেই মমতা আপন বানায় পর
আমার বিবেক সত্যি ভাইরে বড়ই স্বার্থপর।