আমি লিখতে বসলেই ভাবি ওদের কথা,
যত লাইন লিখি ততই চোখে জল আসে
যেন জমে আছে বুক ভরা তুষার সমান ব্যথা।
ভাবতেই পারিনা -
                             কেন কান্না আসে?
আজও খবরের কাগজে দেখলাম- দুজনকে
ধরে নিয়ে গেছে নাপাক হানাদার- বাহিনী,
রোজই কি শুনবো এই যন্ত্রনাদায়ক কাহিণী?
এখনো কি শোধ হয়নি ৭১ এর ঋণ?
এভাবে আর লাশ উপহার চলবে কত দিন?
                            কেন কান্না আসে?


৭১ এ যুদ্ধে জেতা সাহায্যের বিনিময়,
জোড়া জোড়া লাশ দিয়ে ওরা করছে সমন্বয়।
ফ্যালানী একাই লাখ জোড়া লাশ-
যেভাবে ওরা করছে উপহাস,
ভাবছি মোরা স্বাধীন না কি নরকে বসবাস!
কথায় বলে-
বাপ খুশি না- জগত নারে- দু:খ গিয়ে বলব কারে?
তাই তো কান্না আসে।
দু:খ