ক’দিন আগেও তুমি খেতে বাংলা আকিজ বিড়ি,
এখন তুমি সিগারেটে করছো পকেট ভারী,
বাইরে গেলে মাথায় দিতে খাঁটি সরিষা তেল,
এখন তোমার চুলে লাগাও বিদেশী ব্রান্ড জেল।
পরের টাকায় চা খেতে যে হাটতে বহুদুর।
কফি খেয়ে গান গাও এখন কি যে সুমধুর।
সস্তা যত শব্জি আছে কিনতে খুঁজে খুঁজে,
এখন বেশি দামে টাটকা জিনিস কেন চোখটি বুজে।
একই জামা গয়ে দিয়ে সপ্তাহ করেছো পার,
এখন তোমার গায়ে দেখি রঙেরই বাহার।
কিনতে সদা চাষ করা মাছ অল্প দামে বেশি,
এখন আবার খুঁজে বেড়াও জ্যান্ত মাছের দেশী।
প্রথম প্রথম ভাব ধরেছো কতো সরল সোজা,
তুমি কত হিংস্র সেটা এবার গেল বোঝা।
হঠাৎ করে তোমার হয়ত গজিয়েছে পাখনা,
নইলে কেহ চেহারাতে ফেলেনা কো ঢাকনা।
লোকের কাছে ভাল থাকার করো অভিনয়
কাছের লোকে জানে তোমার আসল পরিচয়।
তুমি কত ক্ষমতাধর সময় তার চেয়ে বেশি,
পরাজয়ে দেখবে তোমার দুঃখ রাশি রাশি।
চাটুকারী করে হয়ত থাকবে সঙ্গের সাথী,
তারাই তোমায় হঠাৎ একদিন ছুড়ে দিবে লাথি।
সকাল যেমন কাটে সবার বিকেল তেমন নয়,
কর্ম যেমন হবে তোমার ফলটা তেমন হয়।
হঠাৎ তোমার বদলে যাওয়ায় প্রশ্ন আছে ঢেঢ়,
যা করছো ভেবোনা তা, পাচ্ছেনা কেউ টের।
যা খুশি তা করছো করো, নাইতো কোন মানা,
মনে রেখ সীমার বাইরে উড়লে তোমার-
ছিড়তে পারে ডানা।
পা দিয়ে কেউ চায় যদি গো চুলকাতে তার নাক,
সমাজে তার নাই প্রয়োজন চিড়িয়াখানায় যাক।
আঙ্গুল ফুলে কলা গাছের প্রবাদ শুনছি কতো,
এমন লোকের জন্য প্রবাদ সৃষ্টি হয়েছে যত।
রাতারাতি হচ্ছে পাচার হাজার কোটি টাকা,
লোকে বলে ঘুরছে যেন তোমার ভাগ্যের চাকা।
চেয়ারমেনে খাচ্ছে মেরে গরিব দুখির চাল,
তাই তো শুনে বর্তমানে নেতারা সব গাল।
এত কিছু বদলে যাওয়ার রহস্য কি ভাই?
কৌতুহলে ঘটনাটা একটু জানতে চাই।
ক্ষমতার বড়াই করনা রয়না চিরকাল,
শুন্য হতে ব্যবধান শুধু সকাল আর বিকাল।