চৈত্রের রাতে দিশেহারা পাখি যেন
ভালোবাসে অগভীর তমসা,
জোসৎনারা ত্যাগ করে সবুজ ঘাঁসের ঘর
তনয়িনী রুপ নেয় বেহুলার মনসা।

ফিরে দেখ দুহিতা কাজল চোখে
কৃষ্ণচূড়া গাছে বাঁধে আঁধারেরা ঘর,
লক্ষ্মী পেঁচার ডাকে করুন স্বর বিন্যাস
এত ভালোবাসি তবু ভাবো কেন পর!

যদি একটি নদীর সলিল হারায়ে যায়
বলো তার হারাবার কি থাকে বাকি?
তুমি যদি হও আমার মানুষ্যত্ব
তোমায় খুইয়ে আমি আজ অমানুষ নাকি?

হেলালের দর্শনে,
ভালোবাসা মিলনে মলিন হয়,বিরহে উজ্বল
তোমায় পাইনি বলেই বোধহয়
কবিতারা ফিরে এসে আমায় করে দুচোখ সজল।