রাধারানী দেবী

Radharani Devi

রাধারানী দেবী
জন্ম তারিখ ৩০ নভেম্বর ১৯০৩
জন্মস্থান কোচবিহার, ভারত
মৃত্যু ৯ সেপ্টেম্বর ১৯৮৯

রাধারানী দেবী (Radharani Devi) ১৯০৩ খ্রীস্টাব্দের ৩০ শে নভেম্বর (১৪ অগ্রহায়ণ, ১৩১১ বঙ্গাব্দ) ভারতের কোচবিহার জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আশুতোষ ঘোষ মাতা নারায়ণী দেবী। পিতা-মাতার চৌদ্দ সন্তানের মধ্যে তিনি একাদশতম। বাল্যকাল থেকেই সাহিত্যের প্রতি; বিশেষ করে কাব্যের প্রতি তার ঐকান্তিক অনুরাগ ছিলো। কোচবিহারের প্রাকৃতিক সৌন্দর্য তার কবিতা লেখাকে উৎসাহিত করেছিলো। কৈশোরকাল শেষ হবার আগেই সত্যেন্দ্রনাথ দত্ত নামের একজন ইঞ্জিনিয়ারের সাথে তাঁর বিয়ে হয়। কিন্তু বিয়ের অল্পকাল পরেই মাত্র তের বছর বয়সে স্বামীর মৃত্য হয়। পরে ২৭ বছর বয়সে তার দ্বিতীয় বিয়ে হয় কবি নরেন্দ্র দেবের সঙ্গে। তার চারটি কাব্যগ্রন্থ- লীলাকমল (১৯২৯), সীথিমৌর (১৯৩২), বনবিহাগী (১৯৩৭) এবং মিলনের মন্ত্রমালা (১৯৪৪)। ছোটদের জন্য তাঁর লেখা গল্পের আলপনা (১৯৫৫)। তিনি অপরাজিতা দেবী ছদ্মনামে আরো চারটি কাব্যগ্রন্থ- বুকের বীণা (১৯৩০), আঙিনার ফুল (১৯৩৪), পুরুবাসিনী (১৯৩৫) এবং বিচিত্ররূপিনী (১৯৩৭) প্রকাশ করেন। ৮৬ বছর বয়সে এ বিখ্যাত কবি রাধারানী দেবী ১৯৮৯ সালের ৯ই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।


Poetry RSS

এখানে রাধারানী দেবী-এর ২৬টি কবিতা পাবেন।

   
সার্চ করুন
শিরোনাম
মন্তব্য