আমি একা
বৃষ্টি ভেজা শঙ্খচিল
যার পৃথিবীতে আগমন হয়েছিল কান্নার মধ্য দিয়ে
কিন্তু সে কান্না যেন আর থামবার নয়
যার পৃথিবীতে আগমন হয়েছির স্বপ্নের ফুলঝুড়ি নিয়ে
কিন্তু সে স্বপ্ন যেন সত্যি হবার নয়


আমি এক
বৃষ্টি ভেজা শঙ্খচিল
যার শৈশবে খেলনা নিয়ে খেলার কথা ছিল
সে পৃথিবীর কাছেই খেলনা  হয়ে পড়ে রয়
যার চোখে হাজার রঙ্গীন কল্পনা ছিল
এখন কল্পনাগুলো শুধুই যেন বিষাদময়


আমি এক
বৃষ্টিভেজা শঙ্খচিল
যৌবনে যার চেতনায় সদা জাগ্রত ছিল বিপ্লব
মধ্যবিত্তের বৃত্তে আবদ্ধ হয়ে
যা আজ ক্ষত বিক্ষত
যার প্রেরনা ছিল মাথা উচু করে বাচঁবার
ক্ষুদার তাড়নায় তা আজ অস্তমিত


আমি এক
বৃষ্টিভেজা শঙ্খচিল
জীবনের মধ্য পথে এসে যে
ধুকরে ধুকরে মরছে
মধ্যবিত্তের গণ্ডি থেকে আজ নিন্মবিত্তের কুঠিরে আছড়ে পড়েছে
যার কোনো স্বপ্ন সত্যি হবার নয়
যার মাথা উচু হবার নয়
যার বৃষ্টিতে ভেজা বিলাসিতা নয়
তার অপরাগতা
আমি এক
বৃষ্টিতে ভিজে কাপতে থাকা শঙ্খচিল