শেরপুর মোদের জন্মভূমি
        শেরপুর মোদের জেলা,
    শেরপুর মোদের প্রাণের শহর,
           শেরপুর সবার সেরা।
  শেরপুরের ভূখন্ড প্রকৃতিতে ঘেরা,
      তাইতো রয়েছে ধানের ছড়া।
   শেরপুরে রয়েছে পর্যটনের মেলা,
      তাইতো আনন্দে করি খেলা।
    জীবনে - মরণে শেরপুরে আছি,
      তাইতো মোরা শেরপুর বাসী।