যদি প্রশ্ন করো আমাকে -তুমি কে?
যদি জানতে চাও -জাতিসংঘের মহাসচিবের নাম, তার জাতি ?
মরিতে চাহিনা এ সুন্দর ভুবনে স্বপ্ন দেখেছিল যে স্বপ্নভূক মানুষগুলো
তারা আগে কোনদিন জানতে চায় নি বিশ্বের মোড়ল কে ?


আমার পরিচয় জানতে চাইলে বলতে পারি
আমি একাত্তরের শরনার্থী, আমি আয়লান,
আমি নিথর হয়ে যাওয়া নাফ নদীতে ভেসে আসা সেই শিশু।


যদি জানতে চাও জাতিসংঘের মহাসচিবের পরিচয়;
বলতেই পারি বেজন্মাদের ঘরে পালিত বোবা বিকলাংগ শিশুটির
নাম জাতিসংঘের কাঠের পুতুল। আর তার জাতি বলতে বুঝি
অক্টোপাসের প্রতিটি পায়ে একএকটি অক্টোপাস,
প্রতিটি ভেটো এক একটা বেজন্মা জাতির ইতিহাস ।


যদি জানতে চাও বিশ্ব মোড়লের ঠিকানা- নাফ নদে এসে দেখো ।
মানবশূন্য একশত ছিয়াত্তর গ্রামের মাটিকে পুড়িয়েছে যে লেলিহান শিখা,
মগের মুল্লুকে রক্তস্রোত বইয়ে দিতে বদ্ধপরিকর, বদ্ধ উন্মাদ
বিশ্বের উপরে হাবিয়া দোযখের তল্লাট !


আমি কোন বিশ্ব দেখিনা বিশ্বাস দেখিনা
দেখি হায়েনার পদছাপ।
আমি কোন মোড়লের নাম জানি না।