এহানে তোর করার আছেরে খোকা?
তুই সেদিনের পোলা, আস্ত একটা বোকা ।
ওরা নুরুল আমিন, আছে ওদের চেলাচামুণ্ডা  
থামিয়ে দিতে ওদের রয়েছে গুণ্ডা ।  


ওরা হুইস্কি রাম ভদকা সব খায় ঢকঢকে
দেখিস না ওদের চামড়া আজো তকতকে!
ওরা আলাদা, ওদের জাত দিয়ে বিলকুল  
পাবলিককে আজো বানায় আস্ত ফুল ।


এহানে তুই দেখবি জিন্নাহ টুপি
বেটা আসলে দালাল বড় তুঘলকি।
কইব সাব জাত বুঝি গেল ধন মানে
আসলে তার চাহিদা অন্যখানে ।


বদল হয়ে যায়নি আজো কিছু
হুদাই তুই ধরিস তার পিছু!
এহানে তুই চলিস না আর সাথে,  
তোর কি আর অভাব আছে পেটে ভাতে?


সাধু সাবধান মন্ত্র মেনে মনে
চলবি তুই আপনজনের সনে।
তোর কপালে রবে না আর দুঃখ
বুঝবি বেটা হিসাব বড় সূক্ষ্ম ।