প্রাপ্য না দিয়ে বলতে চাও- বুঝিয়ে দাও,
হারানো ভালোলাগা ফিরিয়ে দাও;  
অদ্ভুত মনোবৈকল্য বলতে চাইলে
দেখিয়ে দাও ট্রমার বাংলা মানে
আঘাতজনিত অপারগতা ।


আমার কাছে কোন হিস্যা নেই
কোনদিন ছিলনা আকুতি শেষবধি।
ঋণের কথা বলতে চাইলেও দেখাও করুণা
থাক আর বলতে হবে না;
ভালোবাসাতে কোন ক্ষতি হয় না কস্মিনকালে ।


তোমাকে স্মরণ করে দেখি মানুষের মাঝে
কোন ধারাবাহিকতা নেই বিশ্লেষণের,
পৃথিবীপ্রমান প্রেম হলেও নিষ্কৃতি নেই!
কুড়েকুড়ে খায়
মগজের ভিতরে থাকা ভালোলাগা ।


অতঃপর আমিও ডামাডোলের কাছে
বেহিসাবী প্রণয়ের মাঝে হাত পেতে দেখি
নিজের চেহারাটা সুপারমুনের মত
তাকিয়ে দেখছে কবিতাপ্রেমি
গোলমাল করে ফেলেছে যে হিসাবটাকে ।