কখনো কি বুঝতে পেরেছি মর্ম,
ভরসার কেন্দ্রবিন্দুতে স্থিতি;
ভালোলাগা আর ভালোবাসার মাঝে ফারাক বিস্তর?
আবেগের কাছে ধরা খেয়ে কতবার বুঝেছি-
স্বপ্ন মানেই বিড়ম্বনা,
আপন পরের হিসাব মিলে না অন্ধচোখে ।


ভুল পথে গেল বলে চিৎকার দেয় প্রতিবেশ
জীবনের হিসাব চাওয়া পাওয়ায় জুড়ে শর্ত ।
শরত এলে সাদা আকাশ নিয়েই থাকতে হবে,
বসন্ত এলে স্রেফ বর্তমান।


বিগত শ্রাবণগুলিতে কিছু লেনাদেনার মাঝে
ভারসাম্য- চিনিয়ে দিয়েছে মানুষ।
মর্মের মাঝে শুধিত চেতনায়
ভরসা মানেই পর্বতাকার নির্ভরতা ।


এখন জীবন মানে ভালোবাসার পাহাড় চূড়ায়
দাঁড়িয়ে গিয়ে দেখা- বেশতো,
সবাই মর্মে মর্মে গেঁথে নিয়েছে ভ্যাকসিন
ভালোবাসার আশ্রয় নির্ভার ।