এসো-
শুধু একবার
বলো ভালোবাসি তাও একবার ।
ছুঁয়ে ও দেখবো না -
হাত রেখে কোন অঙ্গে ।

ভালো যখন বেসেই পেলেছি-
একবার ও কি দেখার অধিকার নেই
অন্তত দু ’চোখে ?

সব দানই প্রতিদান চায়- জান তুমিও ;

কোন কিছুই কি পাবো না আমার ভালোবাসায়?
সে যদি হয় তোমার বিচার- তবে শূন্য হাতে যাবো।
ফিরে ও তাকাবো না; যদি তুমি না ডাকো ।
শুধু এই বোধ নিয়ে যাবো- তুমি আমার
আমি তোমার না হলেও ।

আমার ভালোবাসা যদি সত্যি হয়,
তার সঞ্জিবনী শক্তি যদি হয় প্রখর
সে একদিন তোমাকে প্রহার করবেই -
তুমি না চাইলেও ,
সে দিন তুমি আসবেই-
আমি না ডাকলেও ।।