বিধি আমায় ভিন্ন জনম দাও
পশু পাখী বৃক্ষ লতা
কীট পতঙ্গ যথা-তথা
যা খুশী রূপ দিয়ে আমার এ রূপ কেড়ে নাও
অভিশপ্ত মানব-জনম নাও-গো কেড়ে নাও ।।
শিশু রাজন হত্যাকারী
সবাই মানব জনমধারী
মানুষ বড়ই পাপাচারী
পোকা-মাকড় বানাও আমায় মেনে নেবো তাও
অভিশপ্ত মানব-জনম নাও গো-কেড়ে নাও ।।