লক্ষ টাকায় একটি জামা কিনে কী উল্লাসে
এক বেহায়া হাসে ----
আর এক বৃদ্ধা বিবস্ত্রপ্রায়, সেই দোকানের পাশে
হাত বাড়িয়ে ঠায় দাঁড়িয়ে
একটা টুকরো কাপড় যদি কারো দয়ায় আসে ।।
নিজের গালে চড় কষিয়ে নিজেরে দেই গালি
কোন দেশে তুই জন্ম নিলি কোবতে বনের মালী?
কী ফলালি জনম ভরে তোর কলমের চাষে ??
মাথার উপর ঠ্যাঙের ছায়া দোলায় মহাচোরে
তার গলা তো বড় গলা, পাত্তা দেয় কে তোরে?