কত দূর গেলে
তোমার দেখা পাবো
আকাশি_
বুকে চিন চিনে ব্যথা
নিয়ে কি পথ ভলা যায়_
সেই কবে থেকে হাটছি
আর কত দূর......


নিসংগ সিঁড়ির প্রথম ধাপে
আজও_
আমায় পিছুটানে
পথের দূর্বা ঘাস
পথের ধূলো
তোমার লাল পাড়ের শাড়ির
শেষ আভাটুকু এখনো তাজা ।


আমি আর কত দূর গেলে
তোমার দেখা পাবো
আকাশি


যেতে যেতে পেরিয়ে এলাম
কত পর্বত কত শৃঙ্গ
কত পদ্ম ফুলের দীঘি
কত আলোক রাঙা ভোর


পেরিয়ে এলাম
টিপু মিয়ার চা এর দোকান
বাবার অফিসের চাকুরী
মা এর সাধের কানপাশা
অজানা শর্ত ,অজানা কষ্ট
পল্লি বিদুৎতের খুঁটি
কত নাম না জানা রাত ......


আর কত দূর গেলে
তোমার দেখা পাবো
আকাশি_?