একটা বোমার শব্দ,
জাগিয়েছিল ভারতভূমি।
পচা-গলা সমাজের ভিতকে
নাড়িয়ে দিয়েছিল স্বদেশব্রতে।
দিক্ দিগন্তে সবুজ প্রানের
হিল্লোল; আত্মবলিদানে
মাতোয়ারা, যুব-মন
পাগলপারা ছিল স্বদেশপ্রেমে।


আজও-----
হরিলুটের বাতাসার মতই
বোমা ফড়ে চৌদিকে।
বোমার শব্দে ঘুম আসেনা।
সে প্রানের বন‍্যা নেই, শুধুই
এলাকা দখলের লড়াই চলে।
নিরীহ মানুষের রক্ত নিংড়ে
তৈরী বোমা, একতার বীজে
ফাটল ধরায়।


রচনাকাল...//০৯/০৫/২০১১