আজ তামাম ধরা উঠছে মেতে ধর্ম নিয়ে সংঘাতে
মরছে নিজের ভায়ের হাতে ভায়ে ভায়ে রোজ প্রাতে
নড়ছে না ভাই টনক ভাইয়ের মারছে সবে ভায়ে ভাই
এই ধরাতে ধর্ম নিয়ে সংঘাতের মূল লিপ্ততাই
মারছে ভাইয়ে পরের কথায় ক্ষিপ্ত হয়ে হরহামেশ
মরছে সকল ধর্মপ্রেমী রহিম করিম রাম দানেশ
সুন্নি সিয়া শিক আরও হয় ব্রাহ্মণ বিষ্ণু ভোজপুরী
ধর্মখেলার জাত জুয়াতে চলছে সদা জোচ্চুরি
খেলছে খেলা ধর্ম নিয়ে অসভ্য সব জানোয়ার
যাচ্ছে হেরে ক্রুশের কাছে ত্রিশূল এবং তরবার
যবন কাফের ভেদাভেদে মরছে জাতি ধর্মপ্রাণ
বাড়ছে সদা দেশে দেশে গোরস্থান আর রোজ শ্মশান
হাতের মুঠোয় বিশ্ব নিতে রোজ ওড়ে সেই জাত কেতন
হারাচ্ছে সব মানবজাতি ধর্ম রোষে নিজ চেতন
ধর্ম হল শান্তি তরে মানবজাতির সুখ সড়ক
সেই সড়ক আজ পুড়ায় লোকে গড়ছে চলে তার নরক


কোন ধর্মেই নাই স্বীকৃতি সংঘাত হানাহানি
মিথ্যা তবে কোরআন গীতা বাইবেলের ঐ বাণী
ধর্ম হল ধ্যান তপস্যা সৃষ্টিকর্তার তরে
নাই সংঘাত অশান্তি সব ধর্মশালার ঘরে
একেক ধর্মে একেক ভাবে স্রস্টা ডাকা হয়
করছে কিছু স্বার্থলোভী ধর্মের বাণী ক্ষয়
দিচ্ছে মর্মে বিষ ঢুকিয়ে ধর্ম বাণীর ভিরে
জগতখানা করছে নরক তাহারা ধীরে ধীরে
মানুষ হল বড় দোষী হিংস্র প্রাণী ভারী
সবার মাঝে অশান্তি আজ কষ্টের আহাজারি
স্রষ্টার সেরা সৃষ্টি মানব হিংসাও তার সেরা
আজ যবন কাফের ক্রুশের দন্দে বিশ্বভুবন ঘেরা
আজ ধর্ম দন্দে মনে কারও নাইরে শান্তি নাই
মরছে রোজই নিজের হাতে নিজের কোন ভাই
আদমের ঘরে ভায়ে ভায়েই হয় পহেলা খুন
আজ সেই ছবি তার দম্ভ নিয়ে ধর্মে ধরায় ঘুন
ধর্ম যাহার যেমনই হোক ক্ষতি লেখা তাতে কই
মোরা ধর্মদ্রোহে অন্ধ আজি স্বাভাবিক ভবে কেউই নই
আজ হিংস্রতাতে ভায়ে ভায়ে মরছে শত ঢের
যবন কাফের হিঁদুর হাতে লাল হয় শমসের
ভায়ের গলা ভাই কেটে করে হিংসার অবিনাশ
ভাইয়ের বুকে মারতে ছুরি সবার জয়োল্লাস
দেখলে এসব লাজ লাগে ভাই দেখছি এসব কি যে
মারিবে ভাই টিপবে টুটি নয়তো মরবে নিজে


জগতমাতার পদ টিপে হায় আড়ালে মার কূল সমীপে
বধ করিতে নিজের ভায়ের ধরছে তাহার গলা টিপে
আজ বন্ধ কর সব ধর্মদ্রোহে রমরমা সেই হাত তালি
মায়ের সেবায় লুটায়ে পরে করছো মাতার কোল খালি
মায়ের চোখে ধূম্র ধূপের নিকশ কালো অন্ধকার
আঁধারে তার মারতে ভায়ে লাগায় সবে ধুন্ধুমার
যতই সেদিন জড়ায়ে কাঁদিস জগতমাতার যুগল পা
মিলবে যেদিন ভায়ে ভায়ে কেউ বাঁচাতে আসবে না
খেলছো যারা ধর্ম খেলা বন্ধ যদি না করিস
বাঁচবি না তুই সেদিন বাছা যতই কেঁদে পা ধরিস
তোর খেলাতে আজকে মেতে উঠছে ধরায় গোরস্তান
বুঝবি সেদিন মরবি রে তুই দ্বন্দ্ব হলে অবসান
পবিত্র এই ধর্ম নিয়ে দ্বন্দ্ব বাঁধাস নিজ হাতে
ভায়ে ভায়ে হইলে মিলন মরবি রে তুই সেই প্রাতে
আর কতকাল তোর ক্ষোভে হায় ভায়ের হাতে মরবে ভাই
নড়লে টনক ভায়ে ভায়ে তোর পালানোর সুযোগ নাই


মারণের নীতি এই
অপরের তরে রচিলে তাহা তোর তরে রচিবেই।।


রাহাত হোসেন