অমি বলে আয়ান সোনা
ছোট্ট একটা চাঁদের কনা
       ঘর করেছে আলো
তাইতো সদাই আমরা সবাই
অনেক আদর সোহাগ বিলাই
       বাসি অনেক ভালো।


আরাফ বলে আয়ান বাবা
আমার সাথে ঘুরতে যাবা
       লাল পরীদের দেশে?
পরীরা সব করবে আদর
জড়িয়ে দিয়ে স্নেহের চাদর
       অনেক ভালোবেসে।


আর সকলে ভাবছে কে কি
আয়ান সোনা বুঝছে সে কি
       তাই কি মুখে হাসি?
সেই হাসিটা মিষ্টি কত
তাকে নিয়ে সবার যত
       স্বপ্ন রাশি রাশি।


আয়ান সোনা হবে বড়
হিমালয়টা যেমন তর
       আকাশ ছোঁবে ঠিক
আলোয় আলোয় ভূবন ভরে
সবার চোখের মণি জুড়ে
        করবে সে ঝিকমিক।
                 (২৯/০৭/২০১৪)


[আমার ছোট্ট বাবা ফারসাত হোসেন আয়ানকে নিয়ে]