ভাঁজ করা চামড়ার আড়ালে
মড়মড় করে কেঁদে ওঠে পাঁজর,
জঠর জ্বালা নেভাতে যতো
বিদ্রূপ সয়ে যায় কঙ্কাল।


যতোদিন প্রাণ থাকে
এ আঁধার ঘুচবে না বুঝি,
হেলে পড়া সূর্যটা তাই
সন্ধ্যার কাছে সপে দিক সময় —
ক্লান্ত পর্যটক ফিরে যেতে চায়
ইতি টেনে দর্শণে।