কখনো কখনো খুব ইচ্ছে করে
পরিচিত লোকালয় ছেড়ে
চলে যাই কোথাও, দূরে — বহু দূরে
যেখানে কেবলই অচেনা মুখ।
যেখানে আমাকে কেউ
ডাকবে না নাম ধরে
কেউ বাড়াবে না হাত
ভেবে নিয়ে বন্ধু-স্বজন।
আমি কেবলই দেখে যাবো মানুষের মুখ
আমাকেও কেউ কেউ দেখবে এক পলক
তারপর মিলিয়ে যাবে মানুষের ভীড়ে
কেউ করবেনা স্মরণ কোন দিন।


এইভাবে নগর থেকে নগরে
গ্রাম থেকে গ্রামে করে যাবো বিচরণ
আজীবন এক অচেনা পথিক —
জনমানুষের ভীড়ে থেকে যাবো
মানুষের অন্তরালে।
আর মরে গেলে —
লোকেরা বলবে, কে এই লোক!
কেউ কি চেনো তারে?


(১৩/০৮/২০১৫)