বাগ-বাগিচায় কত না ফুল
ফোটে সেতো হররোজ,
রঙ-বেরঙে সুন্দর অতুল
কেবা রাখে তার খোঁজ।


নামটি কুড়ায় গোলাপ-বেলী
জুঁই চামেলি কত,
আকৃষ্ট তাই আমরা সবাই
রূপ সুবাস যার যত।


গোলাপ তবে ফুলের রানি
আমরা সবাই জানি.
রূপ ও গন্ধে জগৎ খ্যাত
মুগ্ধ সকল প্রাণী।


ফুলের মতন হতো যদি
মানুষসব এই ভবে,
রক্ষা পেতো শ্রেষ্ঠত্ব নাম
ভালো রইতো সবে।


কাজকর্মে বা চেতনায় রয়
ফুলের মত সৌরভ,
আবার হতেম শ্রেষ্ঠ সবার
পেতাম ফিরে গৌরব।


স্বরবৃত্তঃ ৪+৪/৪+২