জন্ম হলে মরণ একদিন
আমরা সবাই জানি,
পুণ্যের খাতা শূন্য হলে
সাজা হবে মানি।


তবু মানুষ অসৎ পথে
গড়ে সম্পদ ভারী,
লোভে মোহে ছলে বলে
নেয় পরের ধন কাড়ি।


শেষ বিদায়ে যেতে হবে
আঁধার কবর ঘরে,
সাথী হয় না দালান বাড়ি
রইবে আরাম করে।


পুণ্যে ভরা জীবন হলে
জান্নাত পাবে জেনো,
কলুষ ভরা জীবন যাদের
কঠিন শাস্তি মেনো।


জগতের সব মহান যারা
কার্যবিধি দেখো,
তারা ছিলেন মাটির মানুষ
জীবন পড়ে শেখো।


স্বরবৃত্তঃ ৪+৪/৪+২