মানবতার নিধনযজ্ঞ আজ পৃথিবীতে
  শুধু হানাহানি,কাটাকাটি,সর্বত্র;
নীল সে আর পাই না খুঁজে গগনেতে
  অহমিকা মানুষে,জানে না হতে নত।

মিথ্যে ভাষণে,শোষণে মানুষেরা বিচলিত
  শুনি চেঁচামিচি,করবে সবার ভালো;
চাওয়া পাওয়া সে মূল্যহীন,হই স্তম্ভিত
  নেই ঝিলমিল রবি. যেন নেই আলো।

মানুষের রন্ধ্রে রন্ধ্রে যেন পশু রক্ত বয়
  দ্বন্দ্ব ক্রোধে মাখা সমাজের সর্বস্তর;
বিদ্রূপ,প্রবঞ্চনা কালি এখন কোথা নয়?
  হবে হয়ত বা সবি বিলুপ্ত সত্বর।

কে না চায় তবে প্রশান্তি ধরিত্রী ধামে
  মানুষের জন্ম শুনি মানুষের তরে;
সবার উপরে নাকি মানুষ,বিচিত্র ভূমে
  স্নেহমায়া,প্রেম কেন তবে যাচ্ছে উড়ে?

মাটির গন্ধ,কাদা মাখা যাদের চোখে মুখে
  শুনতাম,তারাই জাতির মেরুদন্ড;
অভাবে অনটনে আছে আজ চরম দুখে
  মাটি হতে দূরে তাদেরই সুখভান্ড।