এক
   যখন সাঁতার শিখি ছোটকালে
   বাবাই শেখাতেন আমাকে;
   হাতখানি একটু ফসকে গেলে
   বড় বিচলিত দেখেছি তাঁকে।


                  দুই
লাঠি আর বন্দুক এ পুলিশের হাতে
   অহরহই আজকাল তা দেখি;
অশান্তিতে জনতা কাঁদছে দিনে রাতে
   মনে হয় উড়ে গেছে সুখপাখি।


                  তিন
   সূর্য আছে তাই তো আলোকিত
     কতো,সে ঐ আকাশের শশী;
   তোমায় কেন ভালোবাসি এত
     দেখতে তব যাদুর হাসি।

                  চার
   গামছায় কপাল মুছে বারে বারে
     ভাবে শুধু ভাতের কথা;
   যারা টাই স্যুটে,শীতাতপ ঘরে
     তাদের নেই কোন ব্যথা।


                  পাঁচ
   পাপ নিয়ে কেহ নেয় না জনম
     হাসিতে ভরে চারিদিক;
   জীবন পথ এতো কঠিন দূর্গম
     পূণ্য কর্মে ব্যর্থ পথিক।