শুধু কি আমাদের চেঁচামেচি চিৎকার
       শত শত গাড়ির হর্ন
     কারখানার সে আওয়াজ;


এ পরিবেশ দূষণের উৎস দ্বার
       হার্ট এটাক অহরহ
     দৈবাৎ স্ট্রোক ঘটছে আজ।


টেলিভিশন,কার্টুন,ভিডিও গেমস
       আমাদের এ কচিদের
     করেছে যে মস্তিষ্ক দখল;


নিঠুর করমে যেন প্রকৃতি হয়েছে
       ক্ষ্যাপা,নিতে চায় বদলা
     শ্রুতি,স্নায়ু করছে বিকল।


মোবাইলে শুনি সুন্দর সুর লহরী
       অদ্ভুত বিলাসী মনন
     কানে ইয়ার ফোনের তার;


বড়দের নিষেধ কে নেয় আজ কানে
       প্রজন্ম হারাতে বসেছে
     শ্রবণ,বাঁচায় সাধ্য কার।


আজ খাবারেও দূষণ ফরমালিন
      করছে নিধন সে জাতি
   এ বাংলা যাদের রক্তে গড়া;


নদী নালা কি বীভৎস বর্জ্য দূষণে
       যে পানি মোদের জীবন
      অশুচি আজ,বিপন্ন ধরা।


        বিশ্ব পরিবেশ দিবসে
           জুন ৬,২০১৪