সারাটি ক্ষণ শুধু আশার দাঁড় টানি
যেথায় ঘুমিয়ে আছে স্বপ্নদ্বীপ খানি;
হতাশার ঐ নীল সাগরের গভীরে
সেথা নাকি সুখ ঢেউ বসবাস করে।
পেতে সুখ দেব বিশাল পাথার পাড়ি
স্বপ্নবনে মধুময় স্বপ্নঘর গড়ি;
হৃদয়ের পাতায় লিখব সুখ কাব্য
করব মনের খাঁচায় সুখ আবদ্ধ।

ছিঁড়ে ছিঁড়ে বিলাব পরে সুখ যত
যেথায় করেছে মিতালী সে কষ্ট ক্ষত;
বেঁধেছে কষ্ট ঘাঁটি এ মানুষের বুকে
ছেয়ে ফেলেছে হৃদয়চর নানা শোকে।
সুখরাশি ছড়িয়ে দেব সকল কোণে
ভরে দেব পৃথিবী,সুখ আনন্দ ঘ্রাণে।


         চতুর্দশপদী কবিতা