ঐ ডাস্টবিনে দেখি কাক আর শকুন
  কুকুর আর মানুষ এক সাথে;
খাবার খুঁজে,লাগে দৃশ্য বড় করুণ
  আমরা তবে যাচ্ছি কোন সে পথে ?

অপরাধী যারা তারা হয় সন্মানিত
  হয় আজ মোদের সমাজ পতি;
সততা,মানবিকতা যেন নির্বাসিত
  কি হবে তবে আমাদের গতি ?

দয়া মায়া প্রেম সবই তো গেছে উবে
  এ পৃথিবী যেন হয়েছে অসার;
ন্যায় অন্যায় ভাবে না আর কেহ তবে
  হয়েছে মরণ সে মানবতার।

ভালো সে মানুষেরা কাঁদে যেন নীরবে
  চোখের জল মুছে অন্তরালে;
আবেগের আর কোন মূল্য নেই ভবে
  সুখ শান্তি সে ইতরের দখলে।

যারা জ্ঞানী গুনী আর পন্ডিত শিক্ষিত
  হয়েছে এক ঘরে,যেন অচল;
নব প্রজন্ম কিভাবে হবে আলোকিত
  হবে এ বাংলার মুখ উজ্জ্বল ?