কত সে প্রহর পার হতে হতে
   জীবনের পাতা বাড়েই ক্রমশ;
ছুটে অজানা দিগন্তে কিছু পেতে
   চাপা পড়ে,ফেলে আসা কান্না হর্ষ।

যেন তা ঐ শিমুল তুলোর মতো
   ছড়ায় সে খালে বিলে জলাশয়ে;
সুখ দুঃখ আনন্দ বিষাদ ক্ষত
   হৃদয়ে গাঁথা,যেতে চায় হারিয়ে।

কত শত স্মৃতি এ হৃদয় পটে
   ফুল পাপড়ির মতো গেছে ঝরে;
কিছু যেন কখনো মোচড়ে উঠে
   হই যে নির্বাক অশ্রু হয়ে ঝরে।

কখনো কিছু দেয় উঁকি বার বার
   যেন শিশির প্রেম ঘাসের সনে;
হৃদয় মাঝে শুরু করে তোলপাড়
   পড়ে থাকা প্রেম কণা মন কোণে।

কিছু পাতা,ভাসে মনের পর্দায়
   সে কান্না দীর্ঘশ্বাস এখনো তাজা;
জমে উঠে শিশির আঁখি কোণায়
   জীবন পাতা এখনো সেই ভেজা।


          রচনাকাল:২০১১