তুমিই এঁকেছো জগতে জীবন ছক
    দিয়েছো বেঁধে সময় ক্ষণ
    দিলে সঙ্গ, সাথী প্রিয়জন;
    ধীরে ধীরে সে মানস আলো
    করো আবার সবই ধুলো
এই নাকি সকলের সে ভাগ্য ফলক।


তুমিই এঁকেছো মানব জীবন ছক
    মুখে সোনার চামচে আসা
    পরম আনন্দ স্রোতে ভাসা;
    জানে না তারা জীবন কষ্ট
    না দৈন্য, কখনো পথভ্রষ্ট
লোকে বলে, সবই এ জীবন চমক।


তুমিই এঁকেছো এমন জীবন ছক
    সদাই লিপ্ত কত না পাপে
    ক্ষত বিক্ষত প্রতিটি ধাপে;
    পায় না সে এক মুঠো ভাত
    জীবন যেন আঁধার রাত
বলে সবে, দ্যাখো এপারের ঐ নরক।


তুমিই এঁকেছো বিচিত্র জীবন ছক
    না দাও বস্ত্র, না দাও ছাঁদ
    কত জীবন করো বরবাদ;
    করো পঙ্গু, দাও ভিক্ষা ঝুলি
    না দাও প্রেম পুষ্প ডালি
কেন আঁক, এমন ছবি লোম হর্ষক ?


তুমিই এঁকেছো যত রকমারি ছক
    ছকে রয়েছে শাস্তি বিধান
    সৃষ্টি জপে তোমারই গান;
    ছড়িয়ে দুঃখ জ্বালা সর্বত্র
    তবুও তুমি অতৃপ্ত সতত
মহা নায়ক কখনো পুতুল ক্রীড়ক!