শহরের পথঘাট সব গেছে ডুবে
    যাদের বসবাস নীচ তলায়
    দিন সে কাটে নরক জ্বালায়
উপরে যারা বৃষ্টিতে যেন স্বর্গ ভাবে।


কিছু কিছু অবুঝ মাছ ঘুরতে দেখি
    রাজপথের এই সে অল্পজলে
   বৃক্ষ ডালে চিল ছোঁ মারার তালে
নালা নর্দমা হয় একাকার সে কি।


এ শহরে বাঁচে দিন এনে দিন খেটে
    তাদের হয় যে পোহাতে দুর্ভোগ
    খাবার যোগানের নেই সুযোগ
টানা বৃষ্টিতে তাদের নাভিশ্বাস উঠে।


ঢাকা শহর দেখেছি সদাই এমন
    বৃষ্টির দুষ্টুমিতে এক নাগাড়ে
    রাস্তাঘাট উঠোন জলেতে ভরে
পথচলা কত যে দুর্বিসহ তখন।


আগুন ঝরা আজিকার এই মৌসুমে
    দুষ্টুমি তার যেন কত মায়ায়
    ভরিয়ে দেয় শীতল ছোঁয়ায়
আকাশ ফেলে হয় মত্ত মাটির প্রেমে।


         (বরষার আয়োজন)