তারা কতটুকু চেয়েছিল তোমার কাছে
        এক মুঠো ভাত খাবে
        সঙ্গে এক লঙ্কা হবে
        হয় হোক ঘর জীর্ণ
        হোক সবুজ  বির্বণ
এমন তো নয় নিঃস্ব তুমি, সবই আছে।


কতটুকুই বা ছিল তাদের আবদার
        না সুরম্য অট্টালিকা
        ধন জন্মে অহমিকা
        পেতে এক প্রিয়জন
        দিতে প্রেম তন মন
তুমিই তো দাও সবারে কত অবতার।

তোমার মাঝেও যেন কেমন এ বৈষম্য
        কেউ পায় গোলা ভরে
        বাঁচে কেউ ভিক্ষা করে
        শ্বাস তবে দীর্ঘশ্বাস
        কারো শান্তি বারো মাস
রত্ন ভাণ্ডার সবি তোমার, তবু এ কার্পণ্য।


             রচনা:২০১৩