কে
সে এমন
বলবে কি কেউ
নয় তেমন এ ভবে ?
শিশির ভরা দু’টি নয়নে
করজোড়ে রয় দু’হাত পেতে
আশায় চেয়ে অপলক,কিছু পাবে;
জীবনে যেন প্রতিটি ধাপে এগিয়ে যাবে
বাধা বিপত্তিতে দৃঢ়তার সাথে অনড় রবে।
কেউ আবার হৃদয়খানি আশায় বিছিয়ে রাখে
অপেক্ষায়,যদি বা মেলে তবে কারো ভালোবাসা
প্রেম আর প্রীতি,এতো মানুষের চিরন্তন এক প্রত্যাশা
কেউই ভাবে না কখনো শেষে শুধু অবহেলা অপমান পাবে।
কেউ আবার এমন জগতে,যেন প্রাপ্য তার সে তুচ্ছতা
সিঁড়ি বেয়ে চলে নিয়তই শুধু যেন ঐ নিম্নদিকে
কপালে যেন ছিল শূন্যতা শুধুই সে শূন্যতা
জীবনখানি আঁধারেই ঘেরা এ ভূলোকে।
সবারই সাধ,স্বপ্ন তবে হোক সফল
কেন জানি তবু এ নিয়তির চাকা
অবিরাম সে ঘূর্ণায়মান প্রবল;
কঠোর,বড় হৃদয়হীন সে
তোয়াক্কা নেই কারো
কে করে এসব
বলো তো
কে?


            (হাসান ইমতির অনুপ্রেরণায়)