আছি মোহের বিবরে আমরা জগতে
চারিদিকে নিয়ত ঘুরে দুধের মাছি;
কল্প রাজ্য তা বিরাজ সবারই চিত্তে
তবু যেন সবি পরিশেষে মিছিমিছি।


ভাই বোন বন্ধু বান্ধব ভাবি আপন
এসেছি একা আজো যেন তেমনি একা;
মাতাল সমুদ্র, পথে বিছানো গোপন
মন পাথারে তাই স্বপ্নেরা করে খাঁখাঁ।


আসলে এ পৃথিবীটা যেন রণক্ষেত্র
তরবারি হাতে শত্রু তাড়িয়ে বেড়াই;
তবু যেই সেই, আবারও কুরুক্ষেত্র
নেই খোঁজ কে মরে বাঁচে,সতত  হৈচৈ।


পথের বাঁকে লুকিয়ে মৃত্যু বিভীষিকা
এতো আকুতি, নেই তবু সুখের দেখা।


               রচনা:২০১২