এক
              (ঐ সাড়ে তিন হাত)


মাটি আর মাটি নেই, হয়ে গেছে যেন সোনা
যেখানেই ফাঁকা, শুরু বিত্ত দলের আনাগোনা;
         উৎকোচে লুফে হাজারো প্লট
         বাড়িঘরও তৈরী করে ঝটপট
শেষে মেলে ঐ সাড়ে তিন হাত ভূমি একখানা।


                       দুই
                 (সাদা বোকা)


এ ধ্যান ধারনা আজি সবার যেন উদ্ভট
যারা ভালো তাদের হৃদয় বড় অকপট;
         ওরা সততই সাদা বোকা
         বুঝতে পারে না কারো ধোঁকা
পদে পদে খেয়ে বেড়ায় শত শত হোঁচট।


      লিমেরিক ছন্দ: ক ক খ খ ক