(জাপানে প্রচলিত ‘হাইকু’
    জাপানি কবিতা)


        এক
  কে জানে ক্ষণ
কোন্ পাতা ঝরবে
    হবে মরণ।


        দুই
   কৃষক মাঠে
ফসল জমি খাঁখাঁ
  বুকটা ফাটে।


        তিন
   তেজী বুলেট
ছিঁড়ে ফুঁড়ে ঐ যায়
  কার সে পেট।


        চার
  বেঁধেছো ঘর
জীবন বালুচরে
  বাতাসে ডর।


        পাঁচ
  তব দু’চোখে
দেখি এক সমুদ্র
  আমি বিপাকে।


        ছয়
   নাচে উল্লাসে
শিশুটি মুক্ত মাঠে
মা’ যে ঐ পাশে।


  মাত্রা: ৫-৭-৫