তিরিশ দিনের রোজা শেষে
   আসলো আজ খুশীর ঈদ;
সেজেছে ধরা রঙিন বেশে
   আনন্দে ভরা সবার হৃদ।


কত যে আমার প্রতিবেশী
   দীন দুঃখী আর উপবাসী;
ওদের মুখেও দেব হাসি
   দেব বস্ত্র অন্ন রাশি রাশি।


আর নয় গো এ অশ্রুজল
   আর নয় তবে দুঃখ জ্বালা;
নামুক, খুশীর বৃষ্টি ঢল
   সে মমতা মাখা প্রাণঢালা।


নিঃস্ব যারা,নেই গো খাবার
   খাবো সবি পায়েস সেমাই;
কে ছোট বড়,ভেবো না আর
   চলো আজি খেলি আর গাই।