(জাপানে প্রচলিত ‘হাইকু’
     জাপানি কবিতা)


-       এক
   এ রাজনীতি
বুঝে না প্রেম প্রীতি
   এখন গতি ?


        দুই
   তর্কে কি পাবে
মেলে সবি বিশ্বাসে
   তবে হারাবে।


        তিন
   সে অমানুষ
ছড়ায় যে দুর্গন্ধ
   হারাবে হুঁশ।


        চার
   কেন নিরাশ
করো যুদ্ধ,ঈশ্বর
   সতত পাশ।


        পাঁচ
   তোমার দেখা
হে প্রভু, পাব যবে
   তোমাকে একা?


        ছয়
   ফুটেছে ফুল
বাগানে উৎসব
   অলির গোল।


  মাত্রা: ৫-৭-৫