যখনই তবে নিঃসঙ্গ,হই একাকী
শত কথার ভিড়,মনে দেয় উঁকি;
করেছেন সৃষ্টি কত,আমাদের রব
এ পৃথিবীতে তাই এতো কলরব।


এ পৃথিবীটা নিয়ত ঘোরে ঘোরে চলে
আর প্রতিদিনই হাসে রবির বলে;
বৃক্ষলতায় সাজ গোজ সবুজে ঘেরা
তাই এ চারিপাশ ফুলে ফলে ভরা।


আসে যখনই ধরাধামে সে বসন্ত
সাজে ধরিত্রী কি যে রঙিন অফুরন্ত।
সৃষ্টি তার নদী নালা কত ঝর্ণা ধারা
কল কল ধ্বনি হৃদয় আকুল করা;


দু’পাশে কত কিশলয় কেমন দোলে
কপোত কপোতী প্রেম দেখি ডালে ডালে।
মাঠ ভরা শস্য ক্ষেত সবুজ শ্যামল
প্রত্যুষে কৃষাণ ছুটে কাঁধে লাঙ্গল;


বধুরা রান্নাবান্না নিয়ে কি ব্যতিব্যস্ত
কচিদের পড়া খেলারও নেই অন্ত।
এমন করেই চলে জগত সংসার
চলে প্রেম ভালোবাসা খুশীর জোয়ার;


সকল হৈ হুল্লোড়ই যদি একদিন
করবে সবই স্তব্ধ নির্বাক বিলীন;
কেন তবে এতো, পৃথিবীর আয়োজন
মনে হয় এসব ছিল নিষ্প্রয়োজন।


মানুষ শ্রেষ্ঠ,জ্ঞান বুদ্ধি পেয়েছে বলে
কেন তবে আবার রাহুচক্রের কবলে ?
ভরে গেছে সে কলহ হিংসা দ্বন্দ্ব জালে
মানুষ পশুতে নেই বিভেদ ভূতলে।


              রচনা:২০১২