-                         এক
                    (সোনার চামচ)


   দুনিয়া এক রঙের বাজার,রঙের নেই শেষ
কারো হাতে সোনার চামচ,নেই কারো সুখ রেশ;
             সময় স্রোত চলছে ধেয়ে
             বেড়ী লাগানো সবার পায়ে
আজ যে রাজা কাল ফকির,কি জানি আগামী বেশ।


                          দুই
                 (আহা ! যদি হতো)


আহা ! যদি হতো শৈশব আমার,সারাটি জীবন ব্যাপী
পেতাম মমতা সতত,খুশী বানে যেত হৃদয় ছাপি;
             না হতো এই সংসার ঝামেলা
             না পেতাম কারো ঘৃণা অবহেলা
হতেম নির্মল পাপ শূন্য,হতে হতো না সে পাপীতাপী।


               লিমেরিক ছন্দ:ক ক খ খ ক