(জাপানে প্রচলিত ‘হাইকু’
      জাপানি কবিতা)


       এক
   ছন্দই কাব্য
সাথে শব্দ বাহার
   নয় অশ্রাব্য।


       দুই
   সমুদ্র ঢেউ
জীবনটা যে অথৈ
  বাঁচে কি কেউ ?


       তিন
  ভেঙ্গে চৌচির
ব্যর্থ হলে এমনি
  চোখে শিশির।


       চার
   তুফান রোদে
জীবন আমাদের
   সতত ফাঁদে।


       পাঁচ
  শেষ বিদায়ে
সঙ্গে কেউ না রবে
  থাকবে চেয়ে।


       ছয়
   এই পৃথিবী
এক সে জাহান্নাম
   না হলে রবি।


  মাত্রা:৫-৭-৫