-                           এক
             (কত মধুর এ জগত আলো)


ছিঁড়ে ফেললে মালাখানি, মুখখানি তোমার হয় কালো
অভিমানী হলেই তোমায়,দেখতে লাগে বেজায় ভালো;
               যখনই রই সে দূরে
               গান গাও হৃদয় চিড়ে
আঁধার হলে বুঝে সবে, কত মধুর এ জগত আলো।


                            দুই
               (তার কাছে সবই ছাই)


ভালো মানুষ আজকাল, আর কোথায় খুঁজে পাই
বলি যাকে ভালো,তেমন বোকা নাকি জগতে নাই;
               যারেই বলি শুদ্ধ মানুষ
               তার নাকি নাই জলুস
  মানুষের বিভব যত, তার কাছে সবই ছাই।


            লিমেরিক ছন্দ : ক ক খ খ ক