তোমার কাছে যে ধন,কোথায় আছে তা
পরের কাছে যা,সে তো নয় গো তোমার;
সবই তো তোমারই,তোমার কাছে যা
তাঁরই দেয়া এ অবতার মণিহার।


পরের কথা,ভঙ্গি যত,করে নকল
করো কেন তবে অপমান বিধাতার;
কে জানে কতটুকু তুমি হবে সফল
নিজত্ব তোমার,করে সব পরিহার।


হোক কেউ সে মহাজ্ঞানী এ সংসারে
হোক তবে ক্ষমতাধারী,হোক সম্মানী;
থাকুক প্রতিভা তার, এ অবনী পরে
তোমার বিভবই সবচে’ বড় জানি।


সেই তো মানুষ,সকলের অতি প্রিয়
যাদের কর্মে সমৃদ্ধ এ ধরা বলয়।


           চতুর্দশপদী কবিতা
              রচনা:২০১২