-                      এক
         (আকাশে বাতাসে পাতালে)


আকাশে বাতাসে পাতালে তাঁরই তো প্রকাশ
এ প্রাণী বৃক্ষলতা জীবনের উচ্ছ্বাস পরিহাস;
          সবই তার বহুব্রীহি রূপ
          জ্ঞান ভেদে তেমনই তদ্রূপ
যত গ্রহ উপগ্রহ সবি যেন তাঁর এজলাস।


                       দুই
             (স্বপ্ন ভরা সুরগান)


এদিনে আর কে ভালোবাসে এই মাটির ঘ্রাণ
শহরের শক্ত ইট পাথরেই,থাকে নাকি প্রাণ;
          ছুটছে সবাই গ্রাম ছেড়ে
          নেই শান্তি ছায়া,গেছে উড়ে
আর সেথা রঙের পাহাড়,স্বপ্ন ভরা সুরগান।


        লিমেরিক ছন্দ:ক ক খ খ ক