-              এক
        পুড়ে হৃদয় শুনি
      কোথায় সে অনল ?
        বুকেতে জ্বলে অগ্নি
     আঁখিতে কেন এ জল ?


               দুই
  নদীতে আসে জোয়ার ভাটা
        প্রকৃতির নিয়ম;
  উত্থান পতন,পথের কাঁটা
        জীবনের ধরম।


               তিন
যেদিন বের হয়েছিলাম ভ্রমণে
শ্বাসনালীতে ভরে দিয়েছিলে শ্বাস;
পৌঁচেছি আমি এখন ভুবনে
খুঁজে পাইনি শ্বাস,এতো দীর্ঘশ্বাস।


               চার
  অর্থ হলে থাকে না হৃদয়
       এ কেমন আড়ি ?
  হৃদয় আছে,আসে সদয়
       বিত্ত যায় ছাড়ি।


               পাঁচ
     এই তো জগত রীতি
    আজ ভালোবাসা প্রীতি;
  কাল বিরহ,হারিয়ে যাওয়া
  শেষে ক্ষয়,তারপর হাওয়া।


               ছয়
    তাকালে তোমার চোখে
          সাগর দেখি;
    তোমার মমতা ডাকে
          স্বপন আঁকি।