মা মনি লতা বলে,আমিও কিছু লিখি
বলি,কতটুকু পার আমরাও দেখি:


     ‘ডালিম গাছটি হয়েছে বুড়ী’


‘উঠোনে ডালিম গাছটি হয়েছে বুড়ী
পাতায় পাতায় তবু তার লাল কুঁড়ি;
দেখি আজ এসেছে ছোট্ট অনেক পাখি
লাল, কোনটা সবুজ,হলদে পাদু’টি।


আমাকে দেখেই সে কি নাচ,হাসি গান
কারো মুখ ভার, বোধ হয় অভিমান;
বলি,খেয়ে যেও এই যে খাবার,জল
চলে গেছে,খাবে কৈ এত ঝড় বাদল।


                     …… ইতি। লতা’


মিছি মিছি বললাম, একদম পচা
সজল চোখে দেখেছি মুখভরা হাসি,
বলেছি যেই, তুমি দেখি নও গো কাঁচা
ফোটা ফোটা তারপর এই জলরাশি।